📰 আমাদের সম্পর্কে

“দৈনিক মুক্তি” বাংলাদেশের প্রথম সারির একটি ব্যতিক্রমী অনলাইন গণমাধ্যম, যা গ্রামবাংলার প্রতিচ্ছবি-কে ধারণ করে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য—গ্রামীণ জনজীবনের অব্যক্ত গল্প, উপেক্ষিত সংকট ও সম্ভাবনাগুলোকে দেশব্যাপী তুলে ধরা। ২০১৯ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।

🌟 আমাদের বিশেষত্ব

আমরা গ্রামকেন্দ্রিক সংবাদগুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রকাশ করা।

🗞 সংবাদ কভারেজ

আমরা যেসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে থাকি:

🎯 লক্ষ্য ও উদ্দেশ্য

⚖ নৈতিকতা ও দায়িত্ববোধ

কোনো কনটেন্টে Copy-Paste নীতিতে বিশ্বাসী নয়।  প্রতিটি সংবাদই প্রতিনিধি ও রিপোর্টারদের দ্বারা সংগৃহিত হয়। সংবাদে কোনরুপ ভুল হলে স্বীকার ও সংশোধনের সাহস আমাদের শক্তি। মুক্তি একটি দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ সংবাদ প্ল্যাটফর্ম।

📩 যোগাযোগ ও অভিযোগ

আপনার মতামত, অভিযোগ জানাতে সরাসরি আমাদের পেজে ইনবক্স বা +৮৮০১৯৯০১১০৪৫১ নাম্বারে হোয়াটআ্যাপস নক করুন। মুক্তি টিম আপনাকে দ্রুত সাড়া দেয়।

🏢 সাংগঠনিক কাঠামো

শেষ কথা-

দৈনিক মুক্তি —বাংলাদেশের  গ্রামীণ মানুষের কথা বলার,  নির্ভীক ও নিরপেক্ষ সর্বজনস্বীকৃত একটি সংবাদমাধ্যম।
মুক্তি লিখে সত্যের পক্ষে, সবার কথা বলে। যেখানে কন্ঠ জনতার, দায়িত্বটা মুক্তির। আস্থা রাখুন, পাশে থাকুন, ফলো করুন।