বিটেকে ভয়াবহ ফল বিপর্যয়, হতাশায় শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ /
০

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের(বিটেক) ১২তম ও ১৩তম ব্যাচের ছাত্র- ছাত্রীদের টার্ম ফাইনাল পরীক্ষার ফল বিপর্যয়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানিয়েছে ভাল পরীক্ষা দিয়েও তারা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেনা। ফলে কম সিজিপিএ ও মাত্রাতিরিক্ত ফেলের কারনে চরম হতাশায় ভুগছে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা এসব শিক্ষার্থীরা।
প্রকাশিত ফলাফল থেকে দেখা যায়, ১৩ তম ব্যাচের লেভেল-১, টার্ম-২ পরীক্ষায় ইয়ার্ন ইঞ্জিনিয়ারি বিভাগে মোট পরীক্ষা দেয় ২৮জন শিক্ষার্থী এর মধ্যে ১৯জন শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষার্থী ছিল ২৭ জন যার মধ্যে ১০ জন অকৃতকার্য হয়, ওয়েট প্রসেসিং বিভাগের ৩১জন শিক্ষার্থীর ১৫ জন এবং এপ্যারেল বিভাগের ৩০জনের ৬ জন বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়।
একই চিত্র দেখা গেছে ১২তম ব্যাচের লেবেল-২, টার্ম-২ পরীক্ষার ফলাফলেও। ঐ ব্যাচের ৪টি বিভাগের মোট পরীক্ষার্থী ছিল ১৩০জন যার মধ্যে অকৃতকার্য হয় প্রায় ৪০ জন শিক্ষার্থী। এছাড়াও পাশকৃত শিক্ষার্থীদের ফলাফল খুবই অসন্তোষজনক। পাশকৃতদের ৫০শতাংশেরও কম শিক্ষার্থীর ফলাফল ৩.০০ এর নিচে যা শিক্ষার্থীদের হতাশার দিকে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
কম সিজিপিএ ও অকৃতকার্যের ব্যাপারে অত্র কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন জানান, ছাত্র-ছাত্রীদের এমন ফলাফলে আমি সত্যি মর্মাহত, তাদের ফলাফল কেন এত খারাপ হল বুঝতে পারছি না। তবে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান তিনি।
Post Views: ২৬৫
আপনার মতামত লিখুন :