বেরোবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ /
০

মো: সোলাইমান,বেরোবি প্রতিনিধি
আজ (২০/১১/২০২৩) সোমবার দুপুর ১২ টায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর প্রশাসনিক ভবনের সভাকক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী সভাটি সঞ্চালনায় ও
অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
এ সময় উপাচার্য বলেন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক সভার মাধ্যমে সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানও উপকৃত হবে। তিনি আরো বলেন, এ ধরনের আয়োজনে সকল অংশীজনে উপস্থিতি প্রয়োজন। সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আরো সামনে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।
সভায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রক্টর মোঃ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: ৯৮
আপনার মতামত লিখুন :