কালীগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ /
কালীগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতি কতৃক আয়োজিত উপজেলার তুষভাণ্ডার রমনী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাবুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আশা, বারাজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম মিন্টুসহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক প্রমুখ।

প্রতিযোগিতায় কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় ৩-০গোলে কাকিনা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে অতিথিবৃন্দরা বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার তুলেদেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com