জলঢাকায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার  পুরষ্কার বিতরণ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ /
জলঢাকায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার   পুরষ্কার বিতরণ 
সেলিম রেজা,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫০তম গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাতার ও দাবা খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় মিরগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়, কাবাডি বালক জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবল বালক জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা শিমুলবাড়ী এসসি উচ্চ বিদ্যালয়, সাতার ও দাবা খেলায় বালক বালিকা উভয় গ্রুপে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে ৩টি ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান শিক্ষক আমিনুর রহমান, জ্যোতিষ চন্দ্র রায়, রোকনুজ্জামান চৌধুরী রোকন, বেলাল হোসেন, অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মোস্তাফিজার রহমান ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মুকুল হোসেন, সিদ্দিক ফারুকী, শাহিনুর রহমান ও মিজানুর রহমান। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় ৩০ টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, সাতার, কাবাডি ও দাবা খেলায় অংশগ্রহণ করে।###
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com