আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করলেন রমজান আলী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ /
আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করলেন রমজান আলী

 রাজশাহী প্রতিনিধি : আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।এ উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।গত শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে দলীয় মনোনয়ন বিক্রি।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করেছেন (রাজশাহী-২) রাজশাহী সদর আসনের কৃতি সন্তান মো: রমজান আলী।  আজ সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে (৫৩) রাজশাহী-২ সদর আসনের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগরের গণমানুষের নেতা ও রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি মো: রমজান আলী। এসময় কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিপুল পরিমাণ নেতা-কর্মী তাঁর সাথে উপস্থিত ছিলেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com