আগামীকাল হতে কাকিনা -মহিপুর সড়কে ভারী যান চলাচল বন্ধ হচ্ছে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ /
আগামীকাল হতে কাকিনা -মহিপুর সড়কে ভারী যান চলাচল বন্ধ হচ্ছে

আগামীকাল ২০ এ সেপ্টেম্বর (বুধবার)  থেকে গংগাচড়া শেখ হাসিনা সেতুর উপর দিয়ে কাকিনা মহিপুর সংযোগ সড়ক দিয়ে সকল প্রকার ভারী যান চলাচল বন্ধ হচ্ছে।

 গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ বিষয়টি জন্য সাধারণের অবগতির জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক গণবিজ্ঞতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গনবিজ্ঞতিতে বলা হয়েছে  যে, কাকিনা-মহিপুর হয়ে রংপুরগামী সড়কটিতে ভারী যানবাহন (ট্রাক/লরি/বাস) চলাচলের কারণে অধিকতর ক্ষয়ক্ষতি হতে রক্ষা এবং সড়কটিতে পূর্ণাঙ্গ মেরামত কার্যক্রমের সুবিধার্থে “সড়ক পরিবহণ আইন ২০১৮” এর ধারা ৩২(১) ও ধারা ৩২(২) এর ক্ষমতাবলে এবং স্থানীয় সরকার বিভাগের ১৮ জুলাই ২০২৩ তারিখের নির্দেশনা, লালমনিরহাট জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত এবং উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, লালমনিরহাট এর ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের বাস/ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০/০৯/২০২৩ তারিখ সকাল ১০.০০টা হতে ৩১/০১/২০২৪ তারিখ পর্যন্ত কাকিনা-মহিপুর হয়ে রংপুর সড়কে প্রতিবন্ধকতা (Barrier) স্থাপনসহ ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বারিত করা হলো। জনস্বার্থে এ আদেশ জারী করা হলো বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য যে, লালমনিরহাটের কাকিনা-মহিপুর এলাকায় নবনির্মিত ‘গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতু’টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন।

বহু প্রতীক্ষিত শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু জনসাধরণের চলাচলের জন্য খুলে দেওয়ায়  রংপুর ও লালমনিরহাট জেলার প্রায় ৩০ লাখ মানুষ এ সেতুর সুফল পেতে শুরু করে। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে থাকে।

সেতুটি শুভ উদ্বোধনের পর থেকে জনসাধারণের অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও দীড়ঘদিন ভারী যান চলাচল বন্ধ ছিল এই সড়কটিতে। পরে গত ১১ই জানুয়ারী কাকিনা মহিপুর সড়কটিতে ভারী যান চলাচল বন্ধে সড়কে নির্মিত ব্যারিগেট ভেঙ্গে কয়েকদিন পরই সকল যান চলাচলের অনুমতি দেয়া হয়। এরপর পরেই বালুর উপর নির্মিত সড়কটি দিয়ে প্রতিনিয়ত অজস্র মালবাহী ট্রাক চলাচলের কারণে সড়কটি ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে।

বর্তমানে এ সড়কটি সংস্কার করে  ভারী যান চলাচলের উপযুক্ত করে গড়ে না তোলা পর্যন্ত সকল প্রকার ভারী যান চলাচল বন্ধ ঘোষণা করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোন্তাসির রহমান রিপন  বলেন, গত ১০ ই সেপ্টম্বর উপজেলা পরিষদ কক্ষে একমত বিনিময় সভায় সকলের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ শে জানুয়ারী /২০২৪ পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com