গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৩, ১১:৫৪ অপরাহ্ণ /
গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
খালিদ হোসাইন, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়ায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. আকুব্বার মোল্যা ওরফে আকবার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। । মৃত ব্যক্তি  কাশিপুর গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে বলে জানা গেছে।
সোমবার (২ অক্টোবর)  উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আকুব্বার মোল্যা পেশায় নারিকেল গাছী ছিলেন। সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে তিনি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছের পচা ডাল টান দিলে তিনি গাছ থেকে পাশের বাড়ির দেয়ালের ওপর পড়ে যান। দেয়ালে থাকা কাঁচ তার পিঠে বিধে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বিষয়টি জানতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com