প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৩, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১১:৪৬ অপরাহ্ণ
চিলমারীতে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন করে সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার) দুপুরে দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচীর উদ্বোধন করেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম খান (শাহীন)। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল সায়েম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য তারিকুল ইসলাম রানা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মাহাবুবুর রশিদ বিপ্লব এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা সঞ্চালনা করেন। আলোচনা সভা শেষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :- নূর আলমগীর অনু
বার্তা ও হেড অফিস :- শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিন স্বরনি,
মুক্তি চত্বর। তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট। বানিজ্যিক কার্যালয়:- মুজাহিদনগর,কদমতলি,ঢাকা-১৩৬২ হতে প্রকাশিত ও প্রচারিত।
মোবাইল ০১৭২২১৬৯৪৯০
ই-মেইল:- news.dailymukti@gmail.com
মুক্তি © ২০১৮ সর্বস্ত্ব সংরক্ষিত