জাতীয়তাবাদী শ্রমিকদলের আহবায়ক কমিটি প্রকাশের কয়েকঘন্টার মধ্যেই বিলুপ্ত ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ /
০

রেজাউল করিম আল-আমিন, বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার তালতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল তালতলী উপজেলা শাখার গঠিত আহবায়ক কমিটি প্রকাশের কয়েকঘন্টার মধ্যেই বিলুপ্ত ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দীন মোল্লার একক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল তালতলী উপজেলা শাখার আহবায়ক কমিটির ফটোকপি ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে যাহা বিভ্রান্তিকর ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ও ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে, সংগঠনের বৃহত্তর স্বার্থে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো”।
জানা যায়, গত ১০/৯/২৩ তারিখে বরগুনা জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নাসির উদ্দীন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমীনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিকদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এবং ২/১০/২৩ তারিখ রোজ সোমবার প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।কমিটি প্রকাশের কয়েকঘন্টার ব্যাবধানে উক্ত কমিটি বিলুপ্তির একটি প্রেস সামাজিক যোগাযোগ মাধ্যেমে প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন বিএমপি নেতা বলেন, তালতলী উপজেলা শ্রমিকদলের আহবায়ক কমিটি হয়েছে একধরনের পরিবারতান্ত্রিক কমিটির মতো, অনেক নেতাকর্মীকে বাদ দিয়ে কমিটি গঠন করার ফলে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই এক পর্যায়ে বাধ্য হয়ে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলার নেতারা।
Post Views: ১২৯
আপনার মতামত লিখুন :