দূর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল গরীবের স্বপ্ন 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৩:৪০ অপরাহ্ণ /
দূর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল গরীবের স্বপ্ন 
মাজারুল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় রফিকুল ইসলামের বাড়ির আঙ্গিনায় থাকা ধানের গাদায় আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৭ বিঘা জমির ধান পুড়ে গেছে।
সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ভোরে রফিকুল ইসলামের প্রতিবেশীরা ধানের গাদায় ধোঁয়া দেখতে পায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ধানের গাদা।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন,কে বা কাহারা আমার বাড়ির আঙ্গিনায় থাকা ৭ বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়েছে। এতে করে আমার প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মনির হোসেন জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেই। সংবাদ দেরিতে পাওয়ায় কৃষকের বেশিরভাগ ধানের গাদা পুড়ে গেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি জানা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com