নড়াইলে বিশ্ব বসতি দিবস পালিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ /
০

খালিদ হোসাইন, নড়াইল জেলা প্রতিনিধি।
স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা গণপূর্ত অফিসের উপসহকারী প্রকৌশলী মো.সেলিম তালুকদার, উচ্চমান সহকারী (অতিরিক্ত দায়িত্ব) মো. সবুজ আলী, সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) আলমগীর সাঈদসহ আরো অনেকে।
Post Views: ৭০
আপনার মতামত লিখুন :