নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ /
০

নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে দৈনিক প্রথম আলো পত্রিকার নড়াইল প্রতিনিধি ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান মারুফ সামদানী মোটর সাইকেল সড়ক দূঘটনায় আহত হয়েছে। বৃহস্পতিবার (২ফ্রেব্রুয়াারি) কলেজ থেকে মোটরসাইকেল যোগে আলফাডাঙ্গা আসার পথে নওয়াপাড়ার হাওড়ের ব্রীজ সংলগ্ন এলাকায় পৌচ্ছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল ক্রসিং করার সময় উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষে খান মারুফ সামদানীর ডান পায়ের গীরার অংশে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।
এসময় স্থানীয় লোকজন ও আলফাডাঙ্গার সাংবাদিকরা আহত অবস্থায় মারুফ সামদানী কে উদ্বার করে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে ডাক্তাররা মারুফ সামদানী কে চিকিৎসা শেষে নিজ বাড়ী লোহাগড়ার কলেজ পাড়ায় পাঠিয়ে দেয়।
Post Views: ৩৩
আপনার মতামত লিখুন :