মোঃ সুলতান মারজান (হৃদয়),রংপুর প্রতিনিধি
রংপুর পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়নের মিলকি গ্রামের রেজাউল করিমের রাস্তার পাশ্বে এক পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পীরগন্জ থানা পুলিশ। খবর পেয়ে সোমবার সকাল ১০ ঘটিকার সময় থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠায়। থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম (ওসি) জানান, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশটি পুকুরে ভাসতে থাকতে দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে থানায় খবর দেন। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় তার পরনে পাজ্ঞাবি ও লুঙ্গি ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম ঠিকানা জানা যায়নি।
আপনার মতামত লিখুন :