পীরগঞ্জে বাংলাদেশ ইউপি মেম্বর কল্যায়ন এ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১১:২১ অপরাহ্ণ /
০

রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ ইউপি মেম্বর কল্যায়ন এ্যাসোসিয়েশন এর সঞ্চয় বই বিতরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পীরগঞ্জ পাবলিক বিদ্যালয় মাঠে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেম্বর কল্যায়ন এ্যাসোসিয়েশন পীরগঞ্জ শাখার সভাপতি ও পীরগঞ্জ ইউপি সদস্য মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও শানেরহাট ইউপি সদস্য মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান, চৈত্রকোল ইউপি সদস্য মোস্তাফিজার রহমান, ভেন্ডাবাড়ী ইউপি সদস্য মেজবাহুর রহমান, বড় দরগাহ্ ইউপি সদস্য সাহেব মিয়া, কুমেদপুর ইউপি সদস্য শাহাদৎ হোসেন, মদনখালী ইউপি নারী সদস্য সালমা বেগম, টুকুরিয়া ইউপি সদস্য আশরাফুল ইসলাম, রায়পুর ইউপি নারী সদস্য ববিতা বেগম, পীরগঞ্জ ইউপি সদস্য আলহাজ্ব গোলজার হোসেন, শানেরহাট ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, পাঁচগাছী ইউপি সদস্য বাবলু রাম কুজুর, মিঠিপুর ইউপি সদস্য হাফিজার রহমান, রামনাথপুর ইউপি সদস্য জালাল উদ্দীন, কাবিলপুর ইউপি সদস্য হারুন অর রশিদ স্বপনসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইউপি মেম্বর কল্যায়ন এসোসিয়েশন পীরগঞ্জ শাখাকে এগিয়ে নিতে সকল ইউপি সদস্যদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি’র পাশে থেকে বিপুল ভোটে জয়ী করার জন্য মেম্বর কল্যায়ন এসোসিয়েশনের সকল সদস্য কাজ করবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
শেষে মেম্বর কল্যায়ন এ্যাসোসিয়েশন এর সঞ্চয় বই সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
Post Views: ৬১
আপনার মতামত লিখুন :