মৃতের সন্তান শাহানুর মন্ডলের থানায় করা অভিযোগ সুত্রে জানা যায়, মৃত. বাবা হাজের উদ্দিন গত ১২ আগষ্ট সকাল ৭ ঘটিকার সময় মৃত্যুবরণ করলে সেই সুযোগে ১। মোঃ রাসেল মন্ডল (৩৫), পিতা-মোঃ উসমান আলী,২। মোঃ উসমান আলী (৫৫), পিতা-মৃত. রিয়াজ উদ্দিন, ৩। মোঃ মকবুল মন্ডল (৫৮), পিতা- মৃত. রিয়াজ উদ্দিন, উভয় সাং- জামদানী (মধ্যপাড়া) বিবাদীগন বিকেল ৫ ঘটিকার সময় অভিযোগ দায়েরকৃত শাহানুর মন্ডলের বাবার জানাজা’র নামাজে এসে উক্ত বাদীগন জমি পাওয়ার দাবি করে লাশ দাফন করতে দিবেনা বলে বাঁধা প্রদান করে একপর্যায়ে উক্ত বিবাদীগন জোর পূর্বক শাহানুর মন্ডল ও তার বড় ভাই মোঃ সাজাহান এর নিকট থেকে ১০০/- টাকার নন জুডিসিয়াল ০৫ (পাঁচ) টি স্ট্যাস্পে সাক্ষর নেয়।
উক্ত স্টাম্প উদ্ধারের জন্য আদালতে লিখিত ভাবে অভিযোগের জন্য গত ২০ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে উক্ত বিবাদীগন হাতে বাঁশের লাঠি,লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া শাহানুর মন্ডলের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়ির প্রধান ফটক সহ বসতঘরের দরজা, জানালা সহ গাছ কেঁটে আনুমানিক ১, ০০০০০/- (এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন,এ বিষয় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :