বরিশালে রাতের আধারে মন্দিরে দুর্ধর্ষ চুরি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ /
বরিশালে রাতের আধারে মন্দিরে দুর্ধর্ষ চুরি
বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ডের ১নং ইন্দ্রকাঠী সড়কে অবস্থিত ইন্দ্রকাঠী সার্বজনীন দূর্গা, শীতলা ও কালিমাতার মন্দিরে গতাকাল রোজ সোমবার দিবাগত রাতের আধারে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। ধারনা করা হয়, ঘটনাটি দলবদ্ধ হয়ে সংগঠিত হয়েছে।
রাতভর অনাবরত বৃষ্টি থাকার কারনে মন্দির প্রাঙ্গনে কেউ থাকতে না পারায় এবং বিদ্যুৎ না থাকার কারনে মন্দিরের তালা ভেঙ্গে এঙ্গেল (লোহা) ৩১২ কেজি ও ৯ ফুটের ৯ টি টিন এবং মন্দিরের দানবাক্স ভেঙ্গে সকল টাকা পয়সা নিয়ে যায়। এলাকাবাসীর ধারনা রাত ২টা থেকে ৫ টার মধ্যে ঘটনাটি সংগঠিত হয়।
মন্দিরের বর্তমান সভাপতি প্রবীর সরকার বলেন, এরকম একটা ঘটনা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার এবং সকলকে সর্তকতা অবলম্বন করার জন্য অনুরোধ জানান। খুব তারাতারি মন্দিরটি সিসি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
ঘটনাস্থলে গিয়ে মন্দির পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো: হেলাল উদ্দিন ও উপ-পরিদর্শক সুমন মজুমদার। এসময় পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো: হেলাল উদ্দিন জানান, সাধারণ ডায়েরি নেয়া হয়েছে এবং অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com