রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার বারহাট্রায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ সেপ্টেম্বর) সোমবার বারহাট্রা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি এবং উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ হাসান রুবেল, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান,বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :- নূর আলমগীর অনু
বার্তা ও হেড অফিস :- শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিন স্বরনি, মুক্তি চত্বর। তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট। বানিজ্যিক কার্যালয়:- মুজাহিদনগর,কদমতলি,ঢাকা-১৩৬২ হতে প্রকাশিত ও প্রচারিত। মোবাইল ০১৭২২১৬৯৪৯০
ই-মেইল:- news.dailymukti@gmail.com