বেলকুচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ /
বেলকুচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রনোদনা কর্মসৃচির আওতায় ২৩-২৪অর্থ বছরে মৌসুমে কৃষি প্রণোদনা আওতায় মসকালাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কোয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, সহকারী কমিশনার ভৃমি শিবানী সরকার, থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসারসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com