বোদা উপজেলা চেয়ারম্যান হতে চান হাবীব আল আমিন ফেরদৌস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৪, ৩:১২ পূর্বাহ্ণ /
বোদা উপজেলা চেয়ারম্যান হতে চান হাবীব আল আমিন ফেরদৌস

 বোদা(পঞ্চগড়)প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন অ্যাডভোকেট হাবীব আল আমিন ফেরদৌস। উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়ার ছেলে তিনি।  বোদা উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার সর্বত্রই চলছে তার ব্যাপক প্রচার-প্রচারণা। দল-মত নির্বিশেষে মানুষ তার ভোট করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাডভোকেট হাবীব আল আমিন ফেরদৌসের ছবি দিয়ে বিভিন্ন ডিজাইনের পোস্টার দিয়ে চেয়ারম্যান পদে সকলের কাছে ভোট চাচ্ছেন । বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে নির্বাচনী প্রচারণাও অনুষ্ঠিত হচ্ছে তার।  তবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন বেশ উৎসব ভাবেই প্রচারণা চলছে বলে জানান ভোটারেরা।  অ্যাডভোকেট হাবীব আল আমিন ফেরদৌস পরোপকারী, দরদি ও মেহনতি মানুষের বন্ধু হিসেবেও বেশ পরিচিত।সাধারণ মানুষের কাছে রয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। একারণে উপজেলা পরিষদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট হাবীব আল আমিন ফেরদৌসকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ভোটাররা। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে অ্যাডভোকেট হাবীব আল আমিন ফেরদৌসের মত জনপ্রতিনিধির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তরুণরা। ভোটাররা জানান, অ্যাডভোকেট হাবীব আল আমিন ফেরদৌসের বাবা জিয়াউল ইসলাম জিয়া ময়দানদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সৎ ভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছিলেন। তাই আমরা জিয়ার সুযোগ্য পুত্র অ্যাডভোকেট হাবীব আল আমিন ফেরদৌসকে উপজেলা চেয়ারম্যান বানাতে চাই। তার হাত দিয়েই বোদা উপজেলাকে একটি মডেল উপজেলা করাতে চাই।  জানা যায়, ছাত্র জীবন থেকেই অ্যাডভোকেট হাবীব ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি ছাত্র জীবনে কখনো দ্বিতীয় হয়নি। সবসময় ছিলেন প্রথম। তাই  এবিষয়ে অ্যাডভোকেট হাবীব আল আমিন ফেরদৌস বলেন, আমি রাজনীতি করি একমাত্র মানুষের কল্যাণ করার জন্য। আমার অর্থ উপার্জনের তথা পারিবারিক খরচের আয় করার জন্য আইন পেশা তো আছেই। এছাড়াও আমি চেয়ারম্যান হলে যদি আমার উপজেলার কোনো মানুষ আইনি জটিলতায় পড়ে, তাহলে আমি আইনি পরামর্শ সহ সর্বাত্মক সহযোগিতা করতে পারব এবং আমি উপজেলা চেয়ারম্যান হলে বোদা উপজেলাকে একটি মডেল উপজেলা করব। ইনশাআল্লাহ্। জানা যায়, আগামী ২১ মে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com