শেখ হাসিনা মডেলের সুবাধে নতুন ঠিকানায় ভুমিহীন গৃহহীন পরিবার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ /
শেখ হাসিনা মডেলের সুবাধে নতুন ঠিকানায় ভুমিহীন গৃহহীন পরিবার

 মোঃফাহিম, চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি: সারি সারি ঘরে লুকিয়ে আছে কত শত লড়াইয়ের গল্প যেখানে একেঁ দেওয়া হয়েছে নবজীবনের এই স্বপ্ন। নানা কারণে ভাগ্যের চক্রে যাদের মেলেনি মাথা গোঁজার একটুখানি ঠাঁই অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলের সুবাধে নতুন ঠিকানায় তাদের সামনে এখন পরিচ্ছন্ন জীবনের হাতছাঁনি। আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আর ও ১৮ হাজার ৫৬৬ ভূমিহীন গৃহহীন পরিবারকে ২ শতক জমি সহ ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ গৃহহীন – ভূমিহীন মুক্ত ঘোষণা করে আর ও ২৬ জেলার ৭০ উপজেলাকে। আর তাতে দেশের পাঁচ বিভাগ ৫৮ জেলর ৪৬৪ উপজেলার সব মানুষ এখন জমিসহ ঘরের অধিকারী। জনগণ আস্থা রাখায় দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্যে ও গুরুত্ব দেয়া হচ্ছে প্রত্যেকের মৌলিক চাহিদা নিশ্চিতে। ঘর- বাড়ী মেরামত সহ সাম্প্রতিকালে রেমালে ক্ষতিগ্রস্ত দের পাশে থাকার কথাও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকা নয় বরং সব দিক থেকে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। পরে কক্সবাজারের ঈদগা, লালমনিরহাট এর কালীগঞ্জ ও ভোলার চরফ্যাসনের প্রত্যন্ত এলাকার মানুষের সাথে ভার্চুয়াল্লি মত বিনিময় করেন সরকার প্রধান। এ সময় বঙ্গবন্ধুর কন্যার সাথে কথা বলতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন গৃহহীন ভূমিহীন পরিবারগুলো। সব হারা অসহায় মানুষের এই ভিটে মাটি মালিকানা বুঝে পাওয়া লাল সবুজ বাংলার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি আর স্বপ্নময় দিন বদলের বাঁকে উপকারভোগীদের প্রত্যাশা জমি-ঘর পরম নির্ভরতা যোগাবে আগামীর পথে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com