শ্রীবরদী সীমান্তে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ ৪ বোতল ভারতীয় ব্যান্ডের মদ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৫:২২ পূর্বাহ্ণ /
০

এসডি সোহেল রানা, শ্রীবরদী প্রতিনিধি-
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ব্যান্ডেল ৬৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
১৮ শে সেপ্টেম্বর বুধবার গভীর রাতে উপজেলার সীমান্তবতী রানীশিমুল ইউনিয়নের খাড়ামোড়া গ্রাম থেকে মদ গুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,
মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম, এএস আই বিপুল রহমান, এএসআই জোবায়েল খান সঙ্গীয় পুলিশের অভিযানিক দল খাড়ামোড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৩ টি ব্যান্ডের ৬৪ বোতল মদ।
ওসি,,, কাইয়ুম খান সিদ্দিকী মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না আইনের আওতায় আনা হবে মাদক ব্যবসায়ীদের।
Post Views: ৮৩
আপনার মতামত লিখুন :