রশিদুল ইসলাম রিপনঃ ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ আগস্ট ) লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়ে রোটারী ক্লাব অব উত্তরা ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে ফেরদৌসি বেগম বিউটির সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সাবেক পিএসসি মেম্বার হামিদুল হক মন্টু, ডিষ্ট্রিক সেক্রেটারি মোঃ আশিক ইকবাল টুটুল, মোঃ আসাদুজ্জামান আসাদ, লালমনিরহাট রোটারী ক্লাব প্রেসিডেন্ট এসএম রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। আরো উপস্থিত ছিলেন, পাশ পেসিডেন্ট ইন্তাজুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা সভাপতি মোরল হুমায়ুন কবির, এসিস্টেন্ট গভর্নর মোঃ হারুন অর রশিদ প্রমুখসহ আওয়ামী লীগের সহ যোগী সংগঠনের নেতা কর্মী ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কারসহ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :