
মুক্তি, লালমনিরহাট।।
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ১৭ বছর রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন, তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন।
আজ বিকেলে লালমনিরহাটের চাপারহাটে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, বিগত সময়ের সরকার মানুষকে সুস্থ বিনোদন দেয়নি। অথচ ক্রীড়া মানুষের জীবনের অন্যতম বড় অনুষঙ্গ। মানুষের শরীর সুস্থ না থাকলে পরিবার, সমাজ ও দেশ সুস্থ থাকতে পারে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এত রক্তপাতের পরও আমরা সাম্যের, সম্প্রীতির, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় উজ্জীবিত আছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, আবারও ষড়যন্ত্র হচ্ছে। কিছু রাজনৈতিক দল সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
পিআর পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষ অবগত নয় দাবি করে, দুলু এ পদ্ধতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, কোন কোন দল পিআর পদ্ধতি চায়, মানুষ পিআর পদ্ধতি কি বুঝে না। ভোট দিবেন লালমনিরহাটে এমপি হবে গাজীপুরে। এমপিদের কোন দায়বদ্ধতা থাকবে না। বর্তমানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন কোন রাজনৈতিক দল। তারা জনগণ বিভ্রান্ত করতে নতুন নতুন ছবক দিচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে যুব সমাজকে মাদক, জুয়া, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান তিনি।
শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এসকে ডিগ্রি কলেজ মাঠে। লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় লাখো দর্শকের সমাগম ঘটে।
ফাইনাল খেলায় ভোটমারী ইউনিয়ন ফুটবল দল ২ গোলে কাকিনা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদকের নাম 














