ঈদ উপলক্ষে সারোয়ার মাহীন ও প্লাবিতা ইস্তি’র নতুন উপহার “প্রজাপতির মতো”
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ১২, ২০২১, ৩:২০ পূর্বাহ্ণ /
০

আশিকুর রহমান সবুজঃ
আসছে ইদুল ফিতরে নতুন চমকে নতুন আঙ্গিকে নতুন গান নিয়ে সারোয়ার মাহীন ও প্লাবিতা ইস্তি’র ভক্ত সহ বাংলা গান পিপাসি সকলের জন্য সারোয়ার মাহীন ও প্লাবিতা ইস্তি’র ঈদ উপহার রোমান্টিক ভালবাসার গান মুক্তি পেয়েছে ইউটিউবে। গানের শিরোনাম ‘প্রজাপতির মতো’।
গানটি লিখেছেন এসময়ের জনপ্রিয় লেকখ প্রেমিক পাকের আলী,সুর করেছেন সারোয়ার মাহীন।
নতুন গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী সারোয়ার মাহীন ও প্লাবিতা ইস্তি বলেন, ‘গানের কথা খুবই চমৎকার। সুর, সঙ্গীতায়োজনও ভালোলাগার মতো। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
আসছে ঈদুল ফিতর উপলক্ষে গত ১১ মে(মঙ্গলবার) আমাদের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান PPA Multimedia ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হয়েছে। এদিকে ফোক গানের এ শিল্পী একই প্রতিষ্ঠান থেকে নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গানও প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
Post Views: ৪৯১
আপনার মতামত লিখুন :