বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ কি না?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ১০:২০ অপরাহ্ণ /
বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ কি না?

মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টারঃ-

বর্তমানে পৃথিবীতে প্রেম নামক শব্দটি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ পেয়েছে। বিয়ের আগে ভিন্ন পুরুষের সাথে প্রেম ভালোবাসা হারাম। বরং বিয়ের পর স্বামীর সাথে ভালবাসবেন।রাসুল (সাঃ) বলেছেন,”যেখানে দু’জন বেগানা নারী পুরুষ নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হয় শয়তান।”–[সহীহ্ তিরমিযী, ১১৭১)এখানে নির্জনে নারী-পুরুষ কে একত্রিত হতে স্পষ্টত নিষেধ করা হয়েছে এখন ধরুন, আপনি বা আমি যদি কারো সাথে
মোবাইলে কথা বলি, সেটাও নির্জনে একত্রিত
হওয়া নয় কি? কারন, আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনেই কথা বলি। নির্জনে SMS আদান-প্রদান করি। এবং তখন দুজনের মধ্যে
কোনোরুপ বাঁধা থাকে না।যাদের প্রেম করার
এক্সপেরিয়েন্স আছে তারা বিষয়টি ভালো ভাবেই বুঝবেন।
একসময় কথাবার্তা কতটা অশালীন মূহুর্তে পৌছায় তা ভেবে দেখবেন। যার দ্বারা মুখের ও অন্তরের যিনা হয়।যা স্পষ্ট হারাম।আল্লাহ বলেন, “তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না”–[আল ইসার ১৭:৩২]এ বিষয়ে আরো হাদীস পাবেন→ [সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও
সহিহ্ মুসলিম:২৬৫৭]
.
অশ্লীলতা তো দূরের কথা, এক্ষেত্রে
বিনা প্রয়োজনে শালীন ভাবে কথাবার্তা বলারও
বৈধতা নেই মুহাররাম নারী-পুরুষের মধ্যে। না প্রেম হিসেবে, না বন্ধুত্ব, আর না দোস্ত-দোস্ত বলে
ডাকা। কোনোটার ই বৈধতা নেই।
আপনি কিভাবে অপর একটি মেয়েকে বা
ছেলেকে “Love You Jan” বলার সাহস রাখেন..?
আপনি তো মুসলমান তাইনা? একটা সাধারন মেয়ে বা
ছেলে কিভাবে আপনার জান (জীবন) হতে
পারে..?আর যদি তাই হয়, তাহলে আপনি ১০০% ভুলের মধ্যে নিমজ্জিত আছেন।আবার কিছু ছ্যাঁকা খাওয়া পোলা-মাইয়া আছে। যারা প্রেমিক-প্রেমিকার স্মৃতিতে রাতে ঘুমাতে পারে না।দিনের মধ্যে ৫-৭ টা ছ্যাঁকা খাওয়া পোষ্ট করাই লাগবে ফেসবুকে। গার্লফ্রেন্ড-বয়
ফ্রেন্ডের জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায়।কিন্তু এইসব লাইলি-মজনুরা আল্লাহর কাছে একদিনও কাঁদে না। তারা কাঁদে না অত্যাচারিত মাজলুম রোহিঙ্গা ও সিরিয়া বাসীর জন্যও। এরাও ভুলের মধ্যে রয়েছে। আল্লাহর কাছে না কেঁদে, অবৈধ প্রেয়সীর জন্য
কাঁদছে।সুতরাং কোনো non-মাহরাম (যার সাথে বিবাহ সম্পর্ক হালাল) নারী বা পুরুষের সাথে নির্জনে একত্রিত হওয়া যাবে না। না বাস্তবে, না virtual world এ, আর না মোবাইলে কথা বলার মাধ্যমে।