তোমায় দেখার ইচ্ছা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৩, ৪:০০ অপরাহ্ণ /
তোমায় দেখার ইচ্ছা
                তোমায় দেখার ইচ্ছা
         কবি মোঃ আকাশ উজ্জামান শেখ
নাহি হবে শেষ কোনো কালে ,
তোমায় দেখার ইচ্ছা জেগেছে যা মনে ।
কোন এক দিন যদি পাই গো তোমারে
কোন এক বর্ষা দিন কদমের  তলে ।
চারিদিকে বর্ষার দখল
তোমার বদন হতে সরিবে না মোর নজর ।
যদিও মুখে নাই বা বলা কথা ,
তবুও তো নিবে সবই বুঝে তাহা ।
করিব সম্ভোগ তোমার নিরাবতা,
হয় তো বলিতেছো হাজার ও কথা ।
তবুও তো থাকিব চেয়ে তোমার _
নিরব মুখে ,
জুড়াবে মোর আঁখি একটুখানি দেখে ।
হাজার বছর গেলেও চলে
জীবন ফুরানোর পথে ।
তবুও তো তোমায় দেখার ইচ্ছা
মনে যে স্বপ্ন আঁকা  ।
থাকিবে সবই অক্ষত
কমবে না একটু বিন্দু ।
উৎসর্গ – প্রিয়জন ♥️
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com