একটি হারানো বিজ্ঞপ্তি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ /
একটি হারানো বিজ্ঞপ্তি

রাব্বী আহমেদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ গত ২২শে অক্টোবর ২০২৩ রবিবার মো. মিসকাত শরিফ নামে ২২ বছরের লএক যুবক নিখোঁজ হয়েছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়া শহরের ১৬ নং ওয়ার্ডর মঙ্গলবাড়ীয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন মিলন এর প্রথম পুত্র মিশকাত শরিফ (২২)গত ২২ শে অক্টোবর ২৩ইং রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে নিজ বাড়ি মঙ্গলবাড়ীয়া থেকে ভেড়ামারা শশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়,এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হারানোর সময় তার কাছে ০১৩২৭-৮৪৪৪৫৯নাম্বারের মোবাইল ছিল যা বন্ধ রয়েছে। মিশকাত শরিফ কে খুঁজে না পাওয়াই তার বাবা মা দুজনেই কান্নাকাটি আর এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছে।

হারানোর সময় তার গায়ে ছিল সাদা গেঞ্জি ও নীল চেক ফুল শার্ট, পরনে জিন্স প্যান্ট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মাথার চুল কালো, মুখমন্ডলে সামান্য দাড়ি আছে, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ।

এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ২১৫২ । যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা: কুষ্টিয়া সদর থানা অথবা মহির উদ্দিন মিলন । ঠিকানা: গ্রাম: মঙ্গলবাড়িয়া, থানা: কুষ্টিয়া সদর, জেলা: কুষ্টিয়া। মোবাইলঃ+8801739042959

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com