লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
আজ ৪ ঠা অক্টোবর শনিবার বিকেলে দৈনিক মুক্তিতে প্রেরিত এক বার্তায় এ শোক প্রকাশ করেছেন।
তিনি আরোও বলেন, সহিদার রহমানের মৃত্যুতে আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ কে হারালাম। তিনি তার জীবনদশায় বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকেই রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে যে শুন্যতা সৃস্টি হবে তা পুরন হবার নয়।
উল্লেখ্য যে, তার পরিবার সুত্রে জানা গেছে যে, মৃত সহিদার রহমান গতকাল হার্টের সমস্যা জনিত কারণে তিনি ঢাকার মিরপুরে অবস্থিত হার্ট ফাউন্ডেশনে চিকিৎসার জন্য ভর্তি হন। ভর্তি রত অবস্থায় আজ বিকেল ৩.১৫ মিনিটে তিনি মৃত্যু বরন করেন। মৃত সহিদার রহমান উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বানীনগর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক মেয়ে রেখে মারা যান। তার জানাযা নামাজ আগামীকাল রবিবার বাদ যোহর তার নিজ বাড়িতে অনুষ্টিত হবে বলে নিশ্চিত করেছেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুল। এবং তিনি মরহুমের জানাযায় সকল রাজনৈতিক সহযোদ্ধা, আত্বীয়স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :