কুমিল্লা (উঃ) জেলা জাপা’র কমিটি অনুমোদন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৩, ৫:২০ অপরাহ্ণ /
কুমিল্লা (উঃ) জেলা জাপা’র কমিটি অনুমোদন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা (উঃ) জেলা জাতীয় পার্টির ০৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের কার্যালয়ে এ কমিটির অনুমোদন হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি সুপারিশ করে এ কমিটিতে স্বাক্ষর করেন।

এতে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়াকে সভাপতি ও কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আজগরকে সাধারণ সম্পাদক করা হয়। নব অনুমোদনপ্রাপ্ত কমিটিতে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু জায়েদ আল মাখন সরকার ও সৈয়দ ইফতেকার আহসান হাসানকে সহ-সভাপতি করা হয়।

 

 

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com