ছোট শিশু আফরোজার পাশে “চৌগাছা পরিবার” 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৩, ৭:১৫ অপরাহ্ণ /
ছোট শিশু আফরোজার পাশে “চৌগাছা পরিবার” 

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের মনমথপুর গ্রামের মোঃ বায়েজিদ এর ৩ মাসের শিশুর জন্য (৫,৫০০) পাঁচ হাজার পাঁচশত টাকার গুরো দুধ কিনে দিলো চৌগাছার অন্যতম অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে এই শিশুর খাদ্য গুঁড়ো দুধ প্রদান করা হয়।

জানা বায়েজিদ এর ৩ মাসের শিশু মায়ের বুকের দুধ না থাকায় দুধ কিনতে হয়। বায়েজিদ পেশায় একজন দিনমজুর। তার দৈনিক রোজগারের টাকায় কোনো রকম সংসার চলছিল, খুব কষ্টে জীবনযাপন করেন। তাই তার ৩ মাসের শিশুটি মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়াই, দুধ কিনে খাওয়াইতে হিমশিম খাচ্ছিলেন। এমতাবস্থায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”র কাছে সাহায্যের আবেদন করলে সংগঠনটি এই মানবতার হাত বাড়িয়ে দেয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদ,
সহ-সভাপতি কবির হোসেন সোহেল,শাহিন কবির,রাকিব হোসেন,শাহরিয়ার নাফিজ,রাসেল হোসেন,কায়েম হোসেন,মাসুদ রানা,তারেক রহমান,রনি সহ-প্রমুখ।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com