দলগ্রাম ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন।
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ /
০

প্রশান্ত কুমার রায়,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন এর কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৪ মে) দলগ্রাম ইউনিয়ন এর স্হানীয় এক মন্দির চত্বরে দ্বি- বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে,রিপন চন্দ্র রায় কে সভাপতি ও কর্ণধর বর্মা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত অনুষ্ঠানে, দিনেন্দ্র কুমার বর্মা,সভাপতিত্ব করেন। জগদীশ চন্দ্র সেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতুল কৃষ্ণ অধিকারী,ভারপ্রাপ্ত সভাপতি কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদ,বাবু দেবদাস রায় বাবুল, সাধারন সম্পাদক, কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ,ভরত চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ,দুলাল চন্দ্র সাহা,সহ সভাপতি,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা,ফনিভূষণ রায় সহ প্রমুখ।
নির্বাচনে ১৮ ভোটের মধ্যে ১৬ টি ভোট প্রদান করা,দুইজন ভোটার উপস্থিতি ছিলেন না। সভাপতি পদেঃ রিপন চন্দ্র রায়-৭ ভোট,বাদল-৩ ভোট ও সতেন্দ্রনাথ-৬ ভোট। সাধারণ সম্পাদক পদেঃ ফনিভূষণ রায়-৭ ভোট ও কর্ণধর বর্মা-৯ ভোট।
Post Views: ৩০৭
আপনার মতামত লিখুন :