যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৩, ১০:০২ অপরাহ্ণ /
যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জ প্রতিনিধি-

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার গনবন্ধু নুরুল হক নুর নিজ হাতে গড়া  যুব সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের  ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নামুড়ি বাজার প্রাঙ্গণে কেক কাটা এবং আনন্দ র‍্যালি করে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন যুব অধিকার পরিষদ, লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলম হোসেন ও সাধারণ সম্পাদক রুম্মান হাবিব।

যুব অধিকার পরিষদ, জেলার শাখার সভাপতি আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুম্মান সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র,যুব,গন অধিকার পরিষদ এর বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আলম হোসেন বলেন,দেশের সুশাসন এবং গনতন্ত্র প্রতিষ্ঠায় সকল সদস্যদের অংশগ্রহণ এবং প্রত্যেক এলাকায় যুব অধিকার পরিষদ এর নেতৃত্বে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com