পেঁয়াজ ক্রয়ে হিমসিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণ /
০

রামপাল (বাগেরহাট ) প্রতিনিধি
এ সপ্তাহে আবার ও বেড়েছে পেয়াজের দাম যার ফলে পেঁয়াজ ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্নআয়ের জনগণ রামপাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায় যা গত সপ্তাহে ছিলো ৭০ থেকে ৭৫ টাকা এবং এলাকার মুদি দোকান গুলোতে তা বেড়ে দাঁড়িয়ে প্রায় ৮৫ থেকে ৯০ টাকা এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ গুলো কারণ
ক্রেতাদের কাছ থেকে জানা গেছে বাজারের অধিকাংশ পণ্যের মূল্য উদ্ধমুখি হওয়াই এমনিতেই বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তার মধ্যে এই অতি প্রয়োজনীয় পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে আরো বিপাকে পড়তে হচ্ছে
এদিকে বিক্রেতা বলছে যে পাইকারি বাজারে দাম বৃদ্ধির জন্য আমাদের বেশি দামে ক্রয় করতে হচ্ছে সে কারণে আমরা খুচরা বিক্রিতে বাধ্য হয়ে দাম আগের সপ্তাহ থেকে কেজিতে ৫ টাকা বাড়িয়েছি পাইকারি বাজারে দাম কমলেই আমরাও দাম কমিয়ে দিবো
Post Views: ৬৬
আপনার মতামত লিখুন :