নেত্রকোনার দুর্গাপুরে ১৬২ বোতল ভারতীয় মদসহ আটক  ১ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ /
নেত্রকোনার দুর্গাপুরে ১৬২ বোতল ভারতীয় মদসহ আটক  ১ 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের ভবানীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৬২ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ আসিফ মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

আজ (৭ জুন) বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর এলাকা থেকে ১৬২ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মাদক মুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে লক্ষ্যে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলা পুলিশ দিনরাত নিরলস ভাবে কাজ করছে।

জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ সকালের দিকে ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর খানার কেওরা পশ্চিম খন্ড গ্রামের মোস্তফা কামালের পুত্র আসিফ মিয়া (২২)।

এ ব্যাপারে দুর্গাপুর থানার এস আই সাদেকুজ্জামান বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী আসিফ মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com