বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিল র‍্যান্ডন ১১৮ বয়সে মারা গেলেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৩, ১:১৫ অপরাহ্ণ /
বিশ্বের সবচেয়ে বয়স্ক  ব্যক্তি লুসিল র‍্যান্ডন ১১৮ বয়সে মারা গেলেন

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিত ফরাসি সন্ন্যাসিনী লুসিল র‍্যান্ডন মারা গেছেন। ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আলেসের একটি প্রোটেস্ট্যান্ট পরিবারে জন্মগ্রহণ করা র‍্যান্ডনকে ইউরোপের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবেও স্বীকৃতি দেয়া হয়েছিলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৮ বছর। ২০২২ সালের এপ্রিলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আনুষ্ঠানিকভাবে তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি দেয়া হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দক্ষিণ ফরাসি শহর টউলনের সেন্ট-ক্যাথরিন-লাবোর নার্সিং হোমে ঘুমের মধ্যে মারা যান র‍্যান্ডন। মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

নার্সিং হোমের মুখপাত্র ডেভিড তাভেলা জানান, র‍্যান্ডনের মৃত্যুতে খুব কষ্ট লাগছে। তবে প্রশান্তির কথা এই যে, মৃত্যুর মধ্য দিয়ে তার মুক্তি হলো। জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের( জিআরবি) ওয়ার্ল্ড সুপারসেন্টেনারিয়ান র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন তিনি।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com