আটোয়ারীতে বিদায়ের দিনে ভোকেশনাল শিক্ষার্থীদের মানববন্ধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ /
আটোয়ারীতে বিদায়ের দিনে ভোকেশনাল শিক্ষার্থীদের মানববন্ধন

আব্দুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন বলরামপুর উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের দিনে ২২ শে মার্চ প্রায় দুই ঘন্টা (সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত) মানববন্ধন করে ভোকেশনাল শাখার নবম-দশম শ্রেণির প্রায় ৩০ শিক্ষার্থী। দুই শ্রেণির একটি ক্লাস রুম তবুও নাই পর্যাপ্ত বেঞ্চ, বিজ্ঞান-মানবিক শাখা সাথে ভোকেশনাল শাখার বৈষম্য , গত বারের এই বিদায় অনুষ্ঠানের দিনে অনুষ্ঠান থেকে তাদের বের করে দেওয়া, বিদায় উপলক্ষে স্কুলে দেওয়া উপঢৌকন ফেরত দেওয়া সহ তাদের বিদায় অনুষ্ঠানের কথা না জানানোর অভিযোগে এই মানববন্ধন করা হয়৷ তাদের মানববন্ধনের কারণে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানও শুরু করতে পারছিলো না কর্তৃপক্ষ। ভোকেশনাল দশম শ্রেণির ছাত্র আব্দুল হামিদ লিপন বলেন, আমাদের দুই শ্রেণির ক্লাসরুম একটি। দুই শ্রেণি একরুমে ক্লাস করা কি সম্ভব ? দশম শ্রেণির শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, আমদের বিদায় উপলক্ষে স্কুলে একটি উপহার দিয়েছিলাম, কিন্তু সেটি আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। গতবছর বিদায় অনুষ্ঠানে আমাদের সাথে খারাপ আচরণ এবং আমাদেরকে দেওয়া খাবার ফেরত নিয়েছিলো স্যারেরা। অন্য শিক্ষার্থীরা বলেন, আজকে বিদায় অনুষ্ঠান সেটা আমরা জানিনা আর আমাদের উপহার ফেরত কারণ হলো তারা চেয়েছে টাকা, আমরা দেইনি। মানববন্ধন দেখতে আসা, ভোকেশনাল শাখার শাখার প্রাক্তন শিক্ষার্থী হাবিবুর রহমান, নয়ন, হাসানুর বলেন, এই বিদ্যালয়ে আগে থেকেই ভোকেশনাল শাখাকে অবহেলা করা হয়। আমরা যখন পড়তাম তখনও রুম নাই, বেঞ্চ নাই,অবহেলা, বৈষম্য এসব ছিল। আমরাও চাই এগুলো দর হোক তাদের দাবি মেনে নেওয়া হোক।স্থানীয় সুশিল সমাজ জানায়, শিক্ষার্থীরা কখন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন করে? স্কুলকর্তৃপক্ষকে ভেবে দেখা উচিৎ- তারা শিক্ষার্থীদের প্রতি কতটুকু অবিচার করেছে ! একপর্যায়ে সহকারী শিক্ষক ইউনুস আলী, স্থানীয় যুবনেতা বেলায়েত হোসেন বেলাল, ভোকেশনালের শিক্ষক দিলীপ চন্দ্র বর্মনের সহযোগিতায় বিষয়টি সমাধান করা হয়। যুবনেতা বেলায়েত হোসেন বেলাল বলেন, আগামী থেকে তাদের আর কোনো সমস্যা হবে না। বৈঠক শেষে শিক্ষক দিলীপ চন্দ্র বর্মন বলেন, তারা যে উদ্দেশ্য মানববন্ধন করেছে সেটাতে তারা সফল হয়েছে। তাদের আগামী প্রজন্ম এই শাখায় (ভোকেশনাল) পড়ালেখা করে তার সুফল ভোগ করবে। পরবর্তীতে স্কুলের শিক্ষকবৃন্দ তাদেরকে বিদায় অনুষ্ঠানে নিয়ে যায় এবং বসার জায়গা করে দেয়৷

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com