বিশ্ব পরিবেশ দিবসে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৩, ২:১৩ অপরাহ্ণ /
বিশ্ব পরিবেশ দিবসে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ
নিরব আলী, জবি প্রতিবেদক:
“Solution to Plastic Pollution” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে Smart-Clean-Healthy হিসেবে গড়তে তুলতে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার (৫ জুন) সকাল ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার, কলাভবন, মুজিবমঞ্চ ও বিজ্ঞান অনুষদের সামনে বিভিন্ন দেশীয় ফলজ গাছ রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তেতুল, আম, জাম, লিচুসহ কয়েক ধরণের ফলজ গাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা।
এসময় জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের “Green Week” কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিবেশ রক্ষায় যে রূপরেখা প্রণয়ন করেছেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করেছেন তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ‍্যোগে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর নেতৃত্বে একটি র‍্যালী বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাস প্রদক্ষিন করে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com