আর্সেনাল হারলে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন ম্যানসিটি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৩, ৪:১১ অপরাহ্ণ /
আর্সেনাল হারলে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন ম্যানসিটি

প্রায় পুরো মৌসুমজুড়ে দাপট ছিল আর্সেনালের। শেষ মুহূর্তে এসে টাইটেল হারাতে বসেছে মিকেল আর্তেতার দল। সুযোগ কাজে লাগিয়ে অপ্রতিরোধ্য হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের একদম কাছে দাঁড়িয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে চেলসির বিপক্ষে জিতলেই দুই ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে সিটি। তবে পেপ গার্দিওলার দল মাঠে নামার আগেই জিতে যেতে পারে শিরোপা।

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে শনিবার রাতে খেলতে নামবে আর্সেনাল। পয়েন্ট টেবিলের নিচের সারির দল নটিংহ্যামের সঙ্গে গানাররা হারলেই ম্যানসিটি শুরু করবে ট্রফি জয়ের উৎসব।

ম্যানচেস্টার সিটি ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। এক ম্যাচ বেশি খেলে দুই নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৮১।

আর্তেতার দল নটিংহ্যামের বিপক্ষে জিতলে সিটির বাড়বে অপেক্ষা। সেক্ষেত্রে তাদের সামনে থাকবে হাতে থাকা তিন ম্যাচের মধ্যে ৩ পয়েন্ট অর্জনের লক্ষ্য। চেলসিকে হারালে বাকি দুই ম্যাচ কেবল আনুষ্ঠানিকতার জন্য খেলবে হালান্ড-ডি ব্রুইনেরা।

অপরদিকে, নটিংহ্যামের সঙ্গে আর্সেনাল ড্র করলে ম্যানসিটির দরকার কেবল একটি পয়েন্ট। লিগে তিন ম্যাচ হাতে থাকা গার্দিওলার দলের জন্য এটি অনেক সহজ কাজ, তা বলা বাহুল্য।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com