চরফ্যাসনে পুকুরে ভাসছিল শিশুর নিথর দেহ উদ্ধার করলেন স্বজনরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ২:১০ অপরাহ্ণ /
চরফ্যাসনে পুকুরে ভাসছিল শিশুর নিথর দেহ উদ্ধার করলেন স্বজনরা
মো:ফাহিম মোল্লা,চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ
 ভোলার চরফ্যাসনে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আওলাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল রোববার দুপুরে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু ওই গ্রামের আবুল কালাম মাঝির ছেলে।
শিশুর চাচা আবু তাহের জানান, বসত বাড়ির পুকুরে লোকজন মাছ শিকার করছিলেন। শিশু আওলাদ পুকুর পাড়েই ছিলেন। মাছ শিকার শেষে সবাই বাড়ি ফিরলেও ফিরেনি শিশু আওলাদ। শিশু আওলাদ মাছ কুড়ানো শেষে গোসল করতে পুকুরে নেমে তলিয়ে যান। শিশুটিকে স্বজনরা পুকুর পাড়ে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে পুকুরে ভাসতে দেখেন শিশু আওলাদের নিথর দেহ। তাৎক্ষিনক পরিবারের সদস্যরা শিশুটিকে পুকুর থেকে তুলে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ জানান , শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com