দেশে-বিদেশে ৪হাজার জামাত গঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ১৫, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ /
দেশে-বিদেশে ৪হাজার জামাত গঠিত

টঙ্গী উপজেলা প্রতিনিধি, গাজীপুর

মুসলিম মিলনের ২য় বৃহত্তর স্থান বিশ্ব ইজতেমা ময়দান। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে প্রথম পর্বের তিন দিনে চার হাজার জামাত গঠিত হয়েছে। তারা দেশে-বিদেশে ইসলামের (তাবলীগের) দাওয়াতি কাজ করবেন। এবারের ইজতেমার প্রথম পর্বে ৬৬ দেশের প্রায় সাড়ে ৫ হাজার বিদেশি মুসল্লী যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিশ্ব ইজতেমায় মিডিয়ার দায়িত্বে থাকা মুফতি জহির ইবনে মুসলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দৈনিক মুক্তির টঙ্গী উপজেলা প্রতিনিধিকে জানান, এবারের বিশ্ব ইজতেমায় ৮০টি বিদেশি এবং চার হাজারের মতো দেশি জামাত তৈরি হয়েছে। তারা এক চিল্লা, তিন চিল্লাসহ বিভিন্ন মেয়াদে দেশে-বিদেশে ইসলামের (তাবলীগের) দাওয়াতি কাজে নিয়োজিত থাকবেন। সম্প্রতি তারা দাওয়াতি কাজে বের হয়ে পড়বেন।

তিনি আরও জানান, আমেরিকা, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, তুরস্ক, ভারত, নেপালসহ ৭০টি বিভিন্ন দেশের ৬ হাজারের মতো বিদেশি মুসল্লী এবার বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। মঙ্গলবার তাদের রাজধানীর হাজী ক্যাম্পে স্থানান্তরিত করা হবে। পরে তারা নিজ নিজ গন্তব্যে বের হয়ে যাবেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com