রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ডিসিদের বাজার মনিটর করার নির্দেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ২:৪২ পূর্বাহ্ণ /
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ডিসিদের বাজার মনিটর করার নির্দেশ

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কঠোরভাবে বাজার মনিটরিং করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার।
আজ মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ‘রমজান মাসে বাজারে অস্বাভাবিক কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে যেন আইন প্রয়োগ করা হয়। এটি প্রত্যেক জেলা প্রশাসকদের বলা আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, আজকের বৈঠকে এটি আলোচ্যসূচিতে ছিল না। তবে রমজানে বাজারে অস্বাভাবিক পরিস্থিতি হলে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের আগেই নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com