স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


রশিদুল ইসলাম রিপন স্টাফ রির্পোটার প্রকাশের সময় : জুন ৪, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ /
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
“জীবন ও সাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”  এই প্রতিপাদ্য বিষয় নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(০৪ জুন) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন  কক্ষে  জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠান কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল‍্যাহ।
এসময় বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য  অফিসার গৌতম কুমার সাহা, বাংলাদেশ নিরাপদ খাদ‍্য কতৃপক্ষ প্রধান কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা শৌরব কুমার সিংহ, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের  সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আলোর মনি নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির প্রমূখ।
এসব প্রধান অতিথি বলেন,খাদ্যের মান নিয়ে যেসব কর্তৃপক্ষ কাজ করছে তাদের সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি নিরাপদ খাবারের মান নিয়ন্ত্রণের জন্য যেসব মান নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং নিরাপদ খাদ্য গ্রহণে জনগণকে সচেতন করতে  হবে।
এ কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লালমনিরহাটের কর্মকর্তা- কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com