নাবিহা নুপুরের ” বারোটা বেজে বাইশ” উপন্যাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ৫, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ /
নাবিহা নুপুরের ” বারোটা বেজে বাইশ” উপন্যাস

ধরুন, মাঝরাতে ফোন বেজে উঠলো আপনার, আপনি ফোনটা ধরতেই ফোনের ওপাশ থেকে একটা অপরিচিত কন্ঠ বলে উঠলো, “ব্লেড দিয়ে হাতের কব্জির চিরায় পোঁচ দিলে ভালো হবে নাকি গলায়?”
এ প্রশ্নের উত্তরে কি বলবেন আপনি? সেই অপরিচিত কন্ঠটিকে সহজ মৃত্যুর উপায় সম্পর্কে পরামর্শ দেবেন নাকি কেটে দেবেন ফোনটা?

এমনই কোনো এক মাঝরাতে, এক অপরিচিত কন্ঠের অদ্ভুত প্রশ্নে বিদ্ধ হয় আমাদের গল্পের নায়ক রুপম সেন। সেই একটি ফোনকল রুপমের জীবনটাকে রীতিমতো প্রশ্নের ঝড়ে তোলপাড় করে দেয়, তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলে তিমির রহস্যের বিদঘুটে জালে। রুপম যতই রহস্যের জট ছাড়াতে চায়, রহস্যের বিদঘুটে জাল তাকে ততই জড়িয়ে ফেলে। তাকে নিয়ে গিয়ে উপস্থিত করে তার অতীতের বিষাক্ত কিছু সত্যের সামনে, যেসব সত্য রুপমের অস্থির জীবনটাকে আরও জটিল করে তোলে। রুপম রহস্যের সমাধান করতে গেলেই তার পথ আগলে দাঁড়ায় প্রকান্ড এক কুৎসিত ছায়া, যা তাকে প্রতিপদে চমকে দিতে শুরু করে। রুমপ সেন কিভাবে সেই কুৎসিত ছায়াকে পরাস্ত করে রহস্যের অন্তে সম্মুখীন হয় তা জানতে হলে আপনাদের যেতে হবে রুপম সেনের সঙ্গে, যাবেন তো?

এমন চমকপদ কাহিনীর বিস্তারিত জানতে নাবিহা নুপুরের ” বারোটা বেজে বাইশ” উপন্যাসটি পড়তে করতে পারেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com