ভয়ংকর সুন্দর- লেখক সুনীল গঙ্গোপাধ্যায়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২০, ১২:২৬ পূর্বাহ্ণ /
ভয়ংকর সুন্দর- লেখক সুনীল গঙ্গোপাধ্যায়

বইঃ ভয়ংকর সুন্দর
লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়
ক্যাটাগরিঃ কমিকস
প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স
পৃষ্ঠাঃ ৪৬
মূল্যঃ ২৭০ টাকা
রিভিউঃ গল্পের কথক সন্তু ক্লাস এইটে পড়ে। তার ভালো নাম সুনন্দ রায়চৌধুরী। সন্তু তার কাকাবাবুসহ কাশ্মীরে বেড়াতে এসেছে। বেড়াতে এসেছে বললে ভুল হবে। এখনো তারা শ্রীনগর বা অমরনাথ কিছুই ঘুরে দেখেনি। এই পহলগ্রামেই কাকাবাবু সন্তুকে নিয়ে সারাদিন লীদার নদীর তীরে ফিতে দিয়ে মাপজোক করেন। সন্তুর ভালো লাগে না। কিন্তু কাকাবাবুকে একা ছাড়তেও ইচ্ছে করে না। কাকাবাবুর এক পা খোঁড়া তো। সূচা সিং এর ধারণা কাকাবাবু সোনার খোঁজ করছেন। সূচা সিং অনেকগুলো বাস আর ট্যাক্সির মালিক। কিন্তু কাকাবাবু তাকে জানিয়ে দিয়েছে তারা গন্ধকের খোঁজ করছে। সূচা সিং কাকাবাবুকে প্রস্তাব দেয় একসাথে সোনা খোজার। কাকাবাবুকে ভাগ দেবে। কিন্তু কাকাবাবু রাজি হয়নি। কাকাবাবু বলে এসব তার কাজ না। একদিন সন্তুদের দেখা হয়ে যায় সিদ্ধার্থদা, স্নিগ্ধাদি আর রিণিদের সাথে। তারাও বেড়াতে এসেছে। কিন্তু কাকাবাবু তাদের সাথে তেমন কথা বলতে চাইলেন না। কাকবাবু ঠিক করলেন পাহাড়ের নিচের ছোট্ট গ্রামটাতে থাকবেন। সেখানকার ব্যবস্থা করে দিল ঘোড়াওয়ালা ছেলে দুটো। সেই গায়ের লোকেদের সাথে সন্তু আর কাকাবাবুর বেশ ভাব জমে গেল। একদিন সন্তু রাতের বেলা ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে যেন এক জায়গায় দাঁড়িয়ে দৌড়াবার ভান করছে। সন্তু ভয়ে কাকাবাবুকে জানায়। পরদিন গল্পচ্ছলে কাকাবাবু কথাটা গায়ের লোকদের বলে। তারা বলে “হাকো”র কথা। যার চোখ দিয়ে আগুন বেরোয়। অনেক আগে হাকো ছিল এক রাজার সৈন্য। লাদাখের রাস্তা দিয়ে সে রাজার জন্য খৎ নিয়ে যাবার পথে কোন এক দুশমন তাকে হত্যা করে জঙ্গলের দিকের এক কুয়োর মধ্যে ফেলে দেয়। এটাই তারা পূর্বপুরুষদের মুখে শুনে আসছে। কাকাবাবুর কথা জ্বলজ্বল করে উঠে। তিনি বারবার জানতে চান সেই কুয়োর কথা। তারপর জঙ্গলে সন্তুকে নিয়ে শুরু করেন আবার মাপজোক। ঘটনাক্রমে সন্তু পড়ে যায় সেই কুয়োর মধ্যে। এরপর সন্তুর জীবনে ঘটতে শুরু করে রোমহর্ষক সব ঘটনা। হারিয়ে যায় কাকাবাবু। সন্তুদের তাবুতে হামলা করে কেউ একজন। কে সে? কি আছে সেই কুয়োর মধ্যে? কাকাবাবু কিসের খোঁজ করছেন? গন্ধক নাকি সত্যিই সোনার খোঁজ করছেন? কোথায় হারালো কাকাবাবু? সন্তু কি কাকাবাবুর খোঁজ পাবে না? এতসব প্রশ্নের সমাধান খুজতে পড়ে ফেলুন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা- ” ভয়ংকর সুন্দর”।
পাঠপ্রতিক্রিয়াঃ কাকাবাবু সিরিজের বইগুলো সবসময়ই ভালো লাগে। এটাও তার ব্যতিক্রম নয়। অ্যাডভেঞ্চারের বর্ণনা বরাবরের মতোই ভাল। ইতিহাস নিয়ে অনেক কিন্তু থাকতে পারে। কিন্তু গল্পের খাতিরে সেসব এমনিতেই মাপ। তবে ছোট হয়ে গেছে। আরেকটু বড় হলে ভালো লাগতো। সূচা সিং এর কাহিনী আরো বেশি থাকলে ভালো লাগতো। শেষটা চমকপ্রদ ছিল না। সব মিলিয়ে কাকাবাবু সিরিজের প্রথম বই “ভয়ংকর সুন্দর” এর কমিকস সংস্করণ ভালো হয়েছে।
ব্যক্তিগত রেটিংঃ ৪/৫

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com