আমরাই পারি, আমরাই পারবো’ সংগঠনের উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন


আল- হেলাল চৌধুরী দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৬, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ /
আমরাই পারি, আমরাই পারবো’ সংগঠনের উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন
স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুর জেলার ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলার আওতাভুক্ত আফতাবগঞ্জ শাখা রহিমাপুর গ্রামে ‘আমরাই পারি, আমরাই পারবো’ সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে আত্মকর্মসংস্থান প্রশিক্ষন কেন্দ্রে ফ্রি কম্পিউটার ট্রেনিং এর উদ্বোধন করা হয়েছে।
তথ্য মন্ত্রনালয়ের এনডিসি‘র মহাপরিচালক মোঃ শাহিন ইসলাম এর সার্বিক সহযোগীতায় গতকাল রবিবার বেলা ১২টায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ হাসান তারেক সানি‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম আনু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবীন গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দবিরুল ইসলাম, রহিমাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর আলম, কুশদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ একরামুল হক প্রমূখ।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com