কবিতা-এই দেশে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১, ২০২৩, ১:৪৬ অপরাহ্ণ /
কবিতা-এই দেশে
এই দেশে
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শেরপুর, বগুড়া।
এই দেশে ভাই বারমাস’ই
নানান রকম গাছে,
কিচিরমিচির সুরে সেথায়
পাখ-পাখালি নাচে।
এই দেশে ভাই বারমাস’ই
ফুল ও ফলের বাগে,
মৌমাছি আর প্রজাপতি
ছোটে সবার আগে।
এই দেশে ভাই বারমাস’ই
সকল কৃষি ক্ষেতে,
ফসল ফলায় হরেক রকম
কৃষক সুখ’ই পেতে।
এই দেশে ভাই বারমাস’ই
নদ-নদীর ঢেউ জলে,
জেলে হরেক মাছ ধরে ভাই
খলুই বালতি বলে।
এই দেশে ভাই বারমাস’ই
সকল ধর্ম জাতি,
শান্তি সুখে বাস করে সব
হয়ে বন্ধু সাথি।।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com