কবিতা — কোচিং বানিজ্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৩, ১১:৪৪ অপরাহ্ণ /
কবিতা — কোচিং বানিজ্য

—-কোচিং বানিজ্য—-
মো. ওসমান গনি
তাং-২৩-০১-২০২৩ইং

এসেছে নতুন বছর,
উৎফুল্ল তাহারা।
রকমারি,বাহারি,
কোচিং বিজ্ঞাপনে ভরা।।

অনুন্নত,অস্বাস্থ্যকর পরিবেশ,
মেধাহীন ব্যাক্তিগত প্রতিষ্ঠান নজর কাড়া ।
শিক্ষার নামে মহা বানিজ্য,
অভিভাবকরা হচ্ছে সর্বহারা ।।

বিবেকের বিদায় ঘন্টা,
লালসা সর্বময়।
কম্বল জুড়ে ঘুমিয়েছে জাতী,
স্তব্ধ হয়েছে প্রায় সূর্যোদয় ।।

চাঁদ হারিয়েছে আলো,
অপারেজয় রবি ডুবু ডুবু ।
জাতীর আকাশে ঘোর অমাবস্যা,
নিদ ভাংগেনা তবূ ।।

বেড়া হয়েছে গরু,আর,
ক্ষেত হয়েছে ঘাস।
কিছু শিক্ষকেরা তক্ষক সেজে,
মেধার করেছে সর্বনাশ ।।

বিদ্যাধন দানে বাড়ে,কথাটি বলেছিল যে,
শিক্ষা নিয়ে আজ মহা বানিজ্য জানেকি সে?
শিক্ষাই জাতির মেরুদন্ড, এটি এখন আশ্চর্য,
শিক্ষা নিয়েই চলছে এখন মহা বানিজ্য।।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com