কবিতা -রিকশাওয়ালা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ /
কবিতা -রিকশাওয়ালা

রিকশাওয়ালা
এম.এ ইসলাম

মায়ের ভাই মামা
বাবার হলো শালা
ঐ রিকশাওয়ালা।
দর- দামে কষাকষি
কম দিয়ে চড় মারি।
তারও মানুষ ভুল করে
মেনে নিলে ক্ষতি কিসে!
তাদের আছে পরিবার
মান সম্মানটাও দরকার।
উপার্জনে রক্ত ঝড়ে
লাগছে ধাক্কা একটু গায়ে,
তাতে কী ভাই মানীর মান
কমে গেল সারাজীবন?
আইনের লোকের বেআইনি কাজ
কোথায় গেল আমাদের সমাজ!
আমাদের কি হবে না হুশ
থাপ্পর দিলেই বড় মানুষ!
ক্ষমা হলো মহৎ গুণ
বলেছেন কথা আল্লাহর রসূল।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com