অধিকাংশ সচিব-মন্ত্রীই চায় না আমজনতা ভালো থাকুক : মোমিন মেহেদী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৩, ২:৩৪ অপরাহ্ণ /
অধিকাংশ সচিব-মন্ত্রীই চায় না আমজনতা ভালো থাকুক : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অধিকাংশ সচিব-মন্ত্রীই চায় না আমজনতা ভালো থাকুক, আর এ কারণেই একের পর এক বিদ্যুৎ-তেল-গ্যাস-পানিসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের পণ্যের দাম বাড়ছে। বিদ্যুতের পর আবার গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তুতির প্রতিবাদে ১৩ জানুয়ারি বিকেল ৩ টায় চেয়ারম্যান-এর তোপখানা রোডস্থ কার্যালয়ে  অনুষ্ঠিত অনুষ্ঠিত বিক্ষোভ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বর্মন, ব্রাক্ষ্মণবাড়িয়া শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবন, নয়ন আলিমুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, বিআরটিএর চেয়ারম্যান ৫২ সেবা খাতের প্রতিটিতে ফি বাড়ালেও আমরা আমজনতা নিরব, কারণ নির্মম নির্যাতন নেমে আসতে পারে প্রতিবাদ করলে, পুলিশ-প্রশাসনে কর্মরত ব্যক্তিদের সীমাহীন দুর্নীতি দেখেও কিছু বলতে পারছি না, যদি দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলে, মিথ্যে মামলায় তাকে জেল খাটতে হবে। এমন নির্মমতার বাংলাদেশ না চাইলে লোভ মোহহীন নতুনধারার রাজনীতিতে যুক্ত হতে হবে বাংলাদেশের আপামর জনসাধরণকে। যারা জোট-মহাজোট-ফ্রন্ট-মোর্চা বা মঞ্চের প্রতারকদেরকে ক্ষমতায় আসতে বা থাকতে দেখতে চান না, দয়া করে তারা রাজপথে নামুন নতুনধারার সাথে। তাতে করে কথা দিতে পারি- দেশ-সমাজ সত্যিকার্থেই ভালো থাকবে…

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com